আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এলডিপির
গণগত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)। আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ।
কর্নেল অলি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করেছে। দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের রাজনীতি করার অধিকার নেই।
ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ শনিবার বিকেল ৩টা থেকে কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু হয়। প্রথমে সংলাপে অংশ নেন ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের নয় সদস্যের প্রতিনিধি দল।
এ দফায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় পার্টি-বিজেপি (পার্থ), ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টিসহ আরও কয়েকটি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। এবারের সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি।