বিগত ১৫ বছরের স্বৈরশাসন জনগণ আর দেখতে চায় না: জামায়াত আমির
আন্দোলনে যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তারা জীবন্ত শহীদ হিসেবে পরিণত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, হাসপাতালে গত দুই মাসের অধিক সময় ধরে তারা আছেন, অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারেন না। চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে যা বুঝতে পারি যতদিন তারা বেঁচে থাকবেন, এভাবেই তাদের বেঁচে থাকতে হবে।
আজ শনিবার (১৯ অক্টোবর) জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। হেফজুল উলুম কামিল মাদরাসা ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াত আমির বলেন, জালিমরা অনেকের চোখের আলো কেড়ে নিয়েছে, অন্ধকারে ঠেলে দিয়েছে। বিগত ১৫ বছরের স্বৈরশাসন জনগণ এদেশে আর দেখতে চায় না।
‘জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার সঙ্গে কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’, যোগ করেন তিনি।
জেলা জামায়াত আমিরের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।