বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড
সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। প্রথমবারের মতো আউন্সপ্রতি স্বর্ণের দাম ছাড়িয়েছে ২ হাজার ৭০০ ডলার। মধ্যপ্রাচ্যে উত্তেজনা পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমানোর ফলে সৃষ্ট অনিশ্চয়তাই এর কারণ, বলছেন বিশ্লেষকরা। এ পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা।
বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বর্ণের চাহিদা আকাশচুম্বী। মজুদ আর দাম নিয়ে মাতামাতির কারণে এখনো এটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম। প্রাচীনকাল থেকেই স্বর্ণের কদর সামাজিক ও অর্থনৈতিক পরিসরসহ সবখানেই।
মূল্যবান এই ধাতুটির দাম সব রেকর্ড ভেঙে বাজারে এখন সর্বোচ্চ অবস্থানে। ইতিহাসে প্রথমবার শুক্রবার স্পট মার্কেটে আউন্সপ্রতি দাম ছাড়িয়েছে ২ হাজার ৭০০ ডলার। শনিবার সকাল থেকেই বাজার আরো উর্ধ্বমূখী। প্রায় ১ শতাংশ স্বর্ণের দাম বেড়ে আউন্স প্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৭২১ ডলারের বেশিতে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমানোর বিষয়টিও স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা থেকে বিনিয়োগ নিরাপদ রাখতে অনেকেই ঝুঁকছেন স্বর্ণের দিকে।
সবমিলিয়ে বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ২০১০ সালের পর স্বর্ণের দাম কখনোই এতটা বাড়েনি।