০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল-হেলমেট উদ্ধার

প্রতিনিধির নাম

ব্রাহ্মণবাড়িয়া সদরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পুলিশ ও সেনাসদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। ঘটনাস্থল থেকে ৮টি অবিস্ফোরিত ককটেল, ৩৬টি দেশীয় অস্ত্র ও ৪টি হেলমেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মো. জসিম উদ্দিন (৫৫), জহিরুল মোল্লা (৩৫), মো. জাহাঙ্গীর মিয়া (৪৫), মো. রনি (১৪), মো. শামীম (১৬), আব্দুল রাফি (১৭), মো. মানিক মিয়া (১৯), মনির হোসেন (৪২)।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন জানান, দুপুর থেকে সদর উপজেলার বড়হরণ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের ৩০ থেকে ৪০টি বাড়িঘর হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাচলে অনেকে আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থল থেকে আটজনকে আটকসহ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ গ্রামে উমেদ ও এলেমের গ্রুপের জাকিরের নেতৃত্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
৪২ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল-হেলমেট উদ্ধার

আপডেট : ০৬:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া সদরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পুলিশ ও সেনাসদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। ঘটনাস্থল থেকে ৮টি অবিস্ফোরিত ককটেল, ৩৬টি দেশীয় অস্ত্র ও ৪টি হেলমেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মো. জসিম উদ্দিন (৫৫), জহিরুল মোল্লা (৩৫), মো. জাহাঙ্গীর মিয়া (৪৫), মো. রনি (১৪), মো. শামীম (১৬), আব্দুল রাফি (১৭), মো. মানিক মিয়া (১৯), মনির হোসেন (৪২)।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন জানান, দুপুর থেকে সদর উপজেলার বড়হরণ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের ৩০ থেকে ৪০টি বাড়িঘর হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাচলে অনেকে আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থল থেকে আটজনকে আটকসহ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ গ্রামে উমেদ ও এলেমের গ্রুপের জাকিরের নেতৃত্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।