০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক

প্রতিনিধির নাম

বাড্ডা থানার আল আমিন হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। আজ (শনিবার, ১৯ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।

এর আগে ১৪ অক্টোবর সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আনিসুল হকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানার অন্তর্গত এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানায় পুলিশ।

এর আগে ১৩ আগস্ট রাতে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এর পরদিন আনিসুল হককে ১০ দিনের রিমান্ড দিয়েছিলেন রাজধানীর সিএমএম আদালত।

পরে ২৯ আগস্ট আবারও তাদের পাঁচ দিনের রিমান্ড নেয়া হয়।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
৪৮ জন দেখেছেন

রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক

আপডেট : ০৫:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বাড্ডা থানার আল আমিন হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। আজ (শনিবার, ১৯ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।

এর আগে ১৪ অক্টোবর সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আনিসুল হকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানার অন্তর্গত এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানায় পুলিশ।

এর আগে ১৩ আগস্ট রাতে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এর পরদিন আনিসুল হককে ১০ দিনের রিমান্ড দিয়েছিলেন রাজধানীর সিএমএম আদালত।

পরে ২৯ আগস্ট আবারও তাদের পাঁচ দিনের রিমান্ড নেয়া হয়।