০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর গোলে আল নাসরের জয়

প্রতিনিধির নাম

খেলা প্রায় শেষ। ম্যাচ ১-১ এ সমতা। শেষ বাঁসি বাজার কিছুক্ষণ আগে পেনাল্টি পায় আল নাসর। আর তাতে গোল করে সৌদি প্রো লিগে আল নাসরকে আরও এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে বল জালে জড়ান পর্তুগিজ কিংবদন্তি। এই গোলে ২–১ ব্যবধানে এগিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন আল নাসর সমর্থকরা। কিন্তু নাটকের শেষ অঙ্ক তখনো বাকি।

একটু পর আল নাসরকে স্তব্ধ করে পাল্টা পেনাল্টি আদায় করে নেয় আল শাবাব। কিন্তু স্পট কিকে দেখা মেলে নাটকীয়তার। পেনাল্টি মিস করে গোলের সুযোগ হাতছাড়া করেন আবদেররাজ্জাক হামদাল্লাহ। আল শাবাব স্ট্রাইকারের এই মিসই মূলত আল নাসরকে এনে দেয় ২–১ গোলের জয়।

নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে অবশ্য ৯০ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল আল নাসর। ৬৯ মিনিটে দলটিকে গোল এনে দেন আইমেরিক লাপোর্ত। তবে ৯০ মিনিটে আলী আলহাসান আত্মঘাতী গোল করলে ম্যাচে ফেরে আল শাবাব; যদিও ম্যাচে ফিরেও শেষ পর্যন্ত পয়েন্ট আদায় করতে পারেনি তারা।

পেনাল্টি থেকে গোল করে নিজের গোলের রেকর্ড আরেকটু সমৃদ্ধ করেছেন রোনালদো। গতকাল রাতের পর আল নাসরের হয়ে ‘সিআর সেভেন’–এর গোলসংখ্যা হলো ৫৪ ম্যাচে ৫৫; সঙ্গে আছে ১৫টি ‘অ্যাসিস্ট’ও (গোল বানানো)।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
৩৯ জন দেখেছেন

রোনালদোর গোলে আল নাসরের জয়

আপডেট : ০৫:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

খেলা প্রায় শেষ। ম্যাচ ১-১ এ সমতা। শেষ বাঁসি বাজার কিছুক্ষণ আগে পেনাল্টি পায় আল নাসর। আর তাতে গোল করে সৌদি প্রো লিগে আল নাসরকে আরও এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে বল জালে জড়ান পর্তুগিজ কিংবদন্তি। এই গোলে ২–১ ব্যবধানে এগিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন আল নাসর সমর্থকরা। কিন্তু নাটকের শেষ অঙ্ক তখনো বাকি।

একটু পর আল নাসরকে স্তব্ধ করে পাল্টা পেনাল্টি আদায় করে নেয় আল শাবাব। কিন্তু স্পট কিকে দেখা মেলে নাটকীয়তার। পেনাল্টি মিস করে গোলের সুযোগ হাতছাড়া করেন আবদেররাজ্জাক হামদাল্লাহ। আল শাবাব স্ট্রাইকারের এই মিসই মূলত আল নাসরকে এনে দেয় ২–১ গোলের জয়।

নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে অবশ্য ৯০ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল আল নাসর। ৬৯ মিনিটে দলটিকে গোল এনে দেন আইমেরিক লাপোর্ত। তবে ৯০ মিনিটে আলী আলহাসান আত্মঘাতী গোল করলে ম্যাচে ফেরে আল শাবাব; যদিও ম্যাচে ফিরেও শেষ পর্যন্ত পয়েন্ট আদায় করতে পারেনি তারা।

পেনাল্টি থেকে গোল করে নিজের গোলের রেকর্ড আরেকটু সমৃদ্ধ করেছেন রোনালদো। গতকাল রাতের পর আল নাসরের হয়ে ‘সিআর সেভেন’–এর গোলসংখ্যা হলো ৫৪ ম্যাচে ৫৫; সঙ্গে আছে ১৫টি ‘অ্যাসিস্ট’ও (গোল বানানো)।