১০:১১ অপরাহ্ন, রোববার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘সিন্ডিকেট করে দাম বাড়ালে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা’

প্রতিনিধির নাম

বাজারে সিন্ডিকেট করে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধিকারীরা না শোধরালে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (১৯ই অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র এবং জনতা মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহায়তার পরও সরকারি অনেক কর্মকর্তার কাজে সদিচ্ছার অভাব রয়েছে। উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম নীতি মেনে দেশের অভ্যুত্থান হয়নি।

তিনি বলেন, কেউ কাজ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে সরকারকে সহযোগিতা না করলে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নিয়ম নীতি নীতির তোয়াক্কা করা হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, জনদূর্ভোগ কমাতে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত অনেক কর্মকর্তাদের মধ্যে এখনো সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। প্রশাসনের অনেক জায়গায় সরকারকে অসহযোগিতা করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে জনগণের দূর্ভোগ হ্রাসে এ সরকার কঠোর অবস্থানে যাবে, সেক্ষেত্রে তাদের চাকুরীচ্যুত করে নতুন নিয়োগ দেয়া হবে বলেও হুশিয়ার করেন তিনি।

চট্টগ্রামে জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান। মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার রায়হান উদ্দীন খানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা ইপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
৩২ জন দেখেছেন

‘সিন্ডিকেট করে দাম বাড়ালে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা’

আপডেট : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বাজারে সিন্ডিকেট করে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধিকারীরা না শোধরালে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (১৯ই অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র এবং জনতা মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহায়তার পরও সরকারি অনেক কর্মকর্তার কাজে সদিচ্ছার অভাব রয়েছে। উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম নীতি মেনে দেশের অভ্যুত্থান হয়নি।

তিনি বলেন, কেউ কাজ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে সরকারকে সহযোগিতা না করলে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নিয়ম নীতি নীতির তোয়াক্কা করা হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, জনদূর্ভোগ কমাতে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত অনেক কর্মকর্তাদের মধ্যে এখনো সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। প্রশাসনের অনেক জায়গায় সরকারকে অসহযোগিতা করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে জনগণের দূর্ভোগ হ্রাসে এ সরকার কঠোর অবস্থানে যাবে, সেক্ষেত্রে তাদের চাকুরীচ্যুত করে নতুন নিয়োগ দেয়া হবে বলেও হুশিয়ার করেন তিনি।

চট্টগ্রামে জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান। মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার রায়হান উদ্দীন খানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা ইপস্থিত ছিলেন।