হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননের ১৫০০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি এ দাবি জানিয়ে বলেন, হামলা অব্যাহত থাকবে। বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করতে যান হালেভি। এসময় হালেভি বলেন, হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটা আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি। এসময় তিনি হিজবুল্লাহ হতাহতের সংখ্যা লুকাচ্ছে বলেও দাবি করেন।
তিনি বলেন, হিজবুল্লাহ হতাহতের সংখ্যা লুকাচ্ছে। কমান্ডারদের মৃত্যুর তথ্য লুকাচ্ছে। আমাদের ধারণা আমরা হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যা করেছি।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এসময় হামাস ১২০০ ইসরায়েলিকে হত্যা করে এবং ২৫০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায়। এরপরেই গাজায় পালটা হামলা চালায় ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলার পর, ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্রমাগত হামলা চালায় হিজবুল্লাহ। ফলে ওই এলাকায় থেকে অনেক বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয় তেল আবিব।