ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনার ঈশ্বরদীর শিল্প ও বনিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঈশ্বরদী পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।
বনিক সমিতির সদস্য জুয়েল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, পৌরসভার পরিচালনা পরিষদের সদস্য ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী এনামুল কবির, পৌরসভার সচিব জহুরুল ইসলাম, ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী নান্নু হোসেন, জুয়েল হোসেন, সজিব হাসান, মাসুম পারভেজ কল্লোল, আসাদুজ্জামান আসাদ, রায়হান উদ্দিন, উজ্জ্বল হোসেন, আরিফ হোসেন সহ অন্যান্যরা।
এ সময় পৌর প্রশাসক সুবীর কুমার দাশ বলেন, ঈশ্বরদী শহর আমাদের সকলের তাই এ শহরকে পরিষ্কার রাখর দায়িত্বও আমাদের সবার। তাই ড্রেনের ওপর যত্রতত্র ময়লা না ফেলা ও অবৈধ স্থপনা নির্মাণ না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি। পরে ঈশ্বরদী বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, রিকশা স্ট্যান্ড পুনরুদ্ধার, বাজার এলাকার ড্রেন সংস্কার ও পৌর শহরকে ফ্লাডলাইট এবং সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা ব্যক্ত পৌর প্রশাসক।
বাখ//এস