১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় কৃষি প্রতিবেশ, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
![](https://www.banglakhaborbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নেত্রকোণা জেলার কলমাকান্দায় রবিবার বে-সরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি প্রতিবেশ বিদ্যা, জলবায়ু ন্যায্যতা, ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। বারসিক কলমাকান্দা উপজেলা রিসোর্চ সেন্টারের সমন্নয়ক গুঞ্জন রেমার পরিচালনায় ও সবুজ সংহতি কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু এর সভাপতিত্বে মূল বক্তব্য রাখেন বারসিক নেত্রকোণার সহযোগী সমন্নয়ক শংকর ম্রং।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোতালেব মিয়া, আবু বকর সিদ্দিক, ফেরদৌস আহমেদ, মো, নূরুল ইসলাম, রিপসন চাম্বুগং, সুরুচি রংদি, ফাতেমা বেগম ও কলমাকান্দা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি মো, ফখরুল আলম খসরু। সভায় অংশ গ্রহন করেন এলাকার কৃষক / কৃষাণী ও সবুজ সংহতি কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
বাখ//এস