১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কানের পাশ দিয়ে গুলি গেল মাদ্রিদের

প্রতিনিধির নাম

গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। দুটি গোলই বারবার দেখার মতো। কিন্তু সেলতা ভিগোর মাঠে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর কোচ কার্লো আনচেলত্তি প্রশংসায় ভাসলেন লুকা মদরিচের। চল্লিশ ছুঁই ছুঁই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের এক পাসই যে জয় এনে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিক দল। মাদ্রিদের কোনো ডিফেন্ডার ছিলেন না ধারেকাছে, কিন্তু উইলিয়োট স্বয়েডবার্গ অবিশ্বাস্যভাবে সে সুযোগ হাতছাড়া করেন। ২০ মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে স্বয়েডবার্গের আক্ষেপ বাড়ান কিলিয়ান এমবাপ্পে।

বিরতির পরই অবশ্য ভিগোকে সমতায় ফেরান এই সুইডিশ মিডফিল্ডার। এরপরই বদলি হিসেবে মাঠে নামেন লুকা মদরিচ।

৬৬ মিনিটে মদরিচের এক নিখুঁত পাসে সেলতার রক্ষণ ফাঁকা হয়ে যায়, গোলকিপারকে একা পেয়ে যান ভিনিসিয়ুস। গোলকিপারকে পাশ কাটিয়ে জালে বল ঠেলে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। কিন্তু ম্যাচ শেষে মদরিচের কথাই আগে বলেছেন আনচেলত্তি, ‘মদরিচকে কোচিং করানো, তার সঙ্গে কাজ করা সম্মানের ব্যাপার। ও যে এত কিছু অর্জন করেছে, তার কারণ সে দুর্দান্ত পেশাদার এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠ পর্যায়ের।’

এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাদ্রিদ। এক ম্যাচ কম খেলেই সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এমন অবস্থায় সেলতার বিপক্ষে এমন বাজে পারফরম্যান্স সমর্থকদের হতাশ করতে পারে, কিন্তু আনচেলত্তি এ নিয়ে ভাবছেন না, ‘আমরা ভালো করেছি, দল পুরো ম্যাচেই নিবেদিত ছিল। সেলতা ভালো খেলেছে, বেশ নিবেদিত ছিল। মদরিচের দারুণ এক পাসে আমরা তিন পয়েন্ট পেয়েছি। তার সেই দক্ষতা আছে এবং সবসময় অবদান রাখে। সে ম্যাচ শুরু করল নাকি বদলি নামল, তাতে কিছু যায় আসে না… সে সবসময় সাহায্য করে। ম্যাচের কঠিন মুহূর্তে নেমে গল্পটা বদলে দিয়েছে সে।’

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:২০:১৮ পূর্বাহ্ন, রোববার, ২০ অক্টোবর ২০২৪
৫৩ জন দেখেছেন

কানের পাশ দিয়ে গুলি গেল মাদ্রিদের

আপডেট : ০৬:২০:১৮ পূর্বাহ্ন, রোববার, ২০ অক্টোবর ২০২৪

গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। দুটি গোলই বারবার দেখার মতো। কিন্তু সেলতা ভিগোর মাঠে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর কোচ কার্লো আনচেলত্তি প্রশংসায় ভাসলেন লুকা মদরিচের। চল্লিশ ছুঁই ছুঁই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের এক পাসই যে জয় এনে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিক দল। মাদ্রিদের কোনো ডিফেন্ডার ছিলেন না ধারেকাছে, কিন্তু উইলিয়োট স্বয়েডবার্গ অবিশ্বাস্যভাবে সে সুযোগ হাতছাড়া করেন। ২০ মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে স্বয়েডবার্গের আক্ষেপ বাড়ান কিলিয়ান এমবাপ্পে।

বিরতির পরই অবশ্য ভিগোকে সমতায় ফেরান এই সুইডিশ মিডফিল্ডার। এরপরই বদলি হিসেবে মাঠে নামেন লুকা মদরিচ।

৬৬ মিনিটে মদরিচের এক নিখুঁত পাসে সেলতার রক্ষণ ফাঁকা হয়ে যায়, গোলকিপারকে একা পেয়ে যান ভিনিসিয়ুস। গোলকিপারকে পাশ কাটিয়ে জালে বল ঠেলে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। কিন্তু ম্যাচ শেষে মদরিচের কথাই আগে বলেছেন আনচেলত্তি, ‘মদরিচকে কোচিং করানো, তার সঙ্গে কাজ করা সম্মানের ব্যাপার। ও যে এত কিছু অর্জন করেছে, তার কারণ সে দুর্দান্ত পেশাদার এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠ পর্যায়ের।’

এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাদ্রিদ। এক ম্যাচ কম খেলেই সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এমন অবস্থায় সেলতার বিপক্ষে এমন বাজে পারফরম্যান্স সমর্থকদের হতাশ করতে পারে, কিন্তু আনচেলত্তি এ নিয়ে ভাবছেন না, ‘আমরা ভালো করেছি, দল পুরো ম্যাচেই নিবেদিত ছিল। সেলতা ভালো খেলেছে, বেশ নিবেদিত ছিল। মদরিচের দারুণ এক পাসে আমরা তিন পয়েন্ট পেয়েছি। তার সেই দক্ষতা আছে এবং সবসময় অবদান রাখে। সে ম্যাচ শুরু করল নাকি বদলি নামল, তাতে কিছু যায় আসে না… সে সবসময় সাহায্য করে। ম্যাচের কঠিন মুহূর্তে নেমে গল্পটা বদলে দিয়েছে সে।’