চৌহালী বিএনপির সভাপতি পেল নেলসন ম্যান্ডেলা পিস ত্র্যাওয়ার্ড
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা পাড়ের কৃতি সন্তান। দক্ষ সংগঠক ও বার বার কারা নির্যাতিত পরিচ্ছন্ন রাজনীতির ধারক বাহক।সজ্জন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব দলের দুঃসময়ের কান্ডারী ও ব্যবসায়ী চৌহালী উপজেলার বিএনপির সভাপতি মো: জাহিদ মোল্লা নেলসন ম্যান্ডেলা পিস ত্র্যাওয়ার্ড পেয়েছেন।
গতকাল সকালে ঢাকার কবি সুফিয়া কামাল হলরুমে নেলসন ম্যান্ডেলা পিস ত্র্যাওয়ার্ড পান রাজনীতিতে বিশেষ অবদান রাখায় উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা।
এদিকে তিনি সাংবাদিকদের জানান, সারা পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য নিজ দেশের সীমানা ছাড়িয়ে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের মধ্যে অন্যতম নেলসন ম্যান্ডেলা। সারা পৃথিবী যখন শ্বেতাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে নিশ্চুপ ছিল, তখন এ অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলেন ম্যান্ডেলা।
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা আজীবন স্বপ্ন দেখেছেন গণতান্ত্রিক একটি দেশ ও এমন একটি সমাজের, যেখানে সব মানুষের অধিকার থাকবে সমান। সবাই যেখানে বাস করবে ভ্রাতৃত্বের বন্ধনে। আমাদের সকলের উচিত নেলসন ম্যান্ডেলার মতো জীবন যাপন করা। আর আমার এ সম্মাননা জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীর মাঝে উৎসর্গ করলাম।
বাখ//আর