দিনাজপুরে বসতবাড়ি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
জোরপুর্বক বসতবাড়ী ভিটা দখল, হত্যার হুমকী ও বিভিন্ন রকম হয়রানীমুলক মামলার অভিযোগে দুই ভাই ও তিন বোনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সহোদর বড় বোন বিধবা সেতারা বেগম। শুক্রবার দিনাজপুর প্রেস ক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে দিনাজপুর পৌরসভার এনায়েতপুর এলাকার মৃত শামসুর রহমানের বড় মেয়ে ৬৫ বছর বয়স্কা বিধবা সেতারা বেগম কান্নাজড়িত কন্ঠে লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর ১৯৯২ সালে আমি চার ছেলে মেয়েসহ আমার মায়ের বাড়ীতে উঠি এবং একটি বেসরকারী চাকুরী করে আমি ও আমার চার সন্তানের ব্যয়ভার বহন করি।
পরবর্তীতে আমার মা সুফিয়া কামাল জীবদ্দশায় আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে মোট ৮.১৬ শতক জমি দলিলমুলে প্রদান করেন। এরপর আমি দলিলমুলে প্রাপ্ত সম্পত্তি নিজ নামে খাজনা প্রদান করে আসছি এবং সেখানে আধাপাকা টিনসেড বাড়ী নির্মাণ করে প্রায় ২৫ বছর ধরে ভোগদখল করে আসছি।
এরপর আমার মায়ের মৃত্যুর প্রায় ১১ বছর অতিবাহিত হওয়ার পর গত ১৭ আগস্ট আমার দুই ছোট ভাই ও তিন ছোট বোন ১০/১৫ জনকে নিয়ে আমার বসতবাড়ীর দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং নানান রকম হুমকী প্রদান করে। বাধা দিলে তারা আমার দুই ছেলে মোঃ সাঈম পারভেজ রানা ও মোঃ সামিউল পারভেজ রেজভীর উপর হামলা করে।
এ বিষয়ে আমি কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করি। মামলার প্রেক্ষিতে আসামীদের পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে আসামীরা জেল হাজত থেকে জামিনে মুক্তি পেয়ে আমাকে ও আমার তিন ছেলে এবং এক মেয়েকে সর্বস্বান্ত করার করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে এবং আরও মামলা করার পায়তারা করছে। একই সাথে তারা আমার বাড়ী পুনরায় দখলের চেষ্ঠা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে সেতারা বেগম অন্যায় কর্মকান্ড প্রতিরোধ ও আসামীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেতারা বেগমের দুই ছেলে।
বাখ//আর