পটুয়াখালীতে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সহ স্বৈরাচারের দোসরদের বিচারের আওতায় আনা, সারা বাংলাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল সন্ত্রাসী নেতাকর্মীদের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সহ অনলাইনে সাইবার ক্রাইমের প্রতিবাদে এবং বিএনপির এ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় প্রত্যাহার সহ স্থগিত করে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে আজ পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতি থেকে মিছিল শুরু হয়ে সোনালীব্যাংক মোড় হয়ে ডিসি কোর্ট প্রদক্ষিন করে পুনরায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফেরামের সভাপতি এ্যাডভোকেট মহসিন উদ্দিন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরীফ মো:সালাউদ্দিন।
বক্তরা স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সহ স্বৈরাচারের দোসরদের বিচারের আওতায় আনা, বিএনপির এ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারকে রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় প্রত্যাহার সহ স্থগিত করে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী সহ সাইবারে ক্রাইমের আওতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পটুয়াখালীতে জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাংবাদিক মোজাহিদুল ইসলাম প্রিন্স ২০২৪ এর অন্দোলনকারীদের কুরুচপিূর্ন ভাষায় গালিগালাজ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বাখ//এস