পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম
পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম (৪০) প্রায় পাঁচ দিন মৃ’ত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
শনিবার(১৯ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে ৩ ছেলে এবং ১ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন তিনি। তিনি উপজেলার চাকামইয়া ইউপির ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। রবিবার(২০অক্টোবর) শেষ বিকেলে নিহতের নামাজের জানাজাশেষে চাকামইয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১ টায় কলাপাড়া-পটয়াখালী মহাসড়কের সিক্সলেন সংলগ্ন সড়কে বরিশালগামী বাস রুদ্র তূর্য তাকে চাপা দেয়। স্থানীয়রা র’ক্তা’ক্ত অবস্থায় উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। বরিশাল সেবাচিম’র চিকিৎসকরা অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে দেন। সেখানে মৃ’ত্যু’র সাথে পাঞ্জা লড়ে ৫ দিন পর মারা যান তিনি।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক জানিয়েছেন চাকামইয়া ইউপি,রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন’র নেতৃবৃন্দ।
বাখ//আর