পাইকগাছা প্রেস ক্লাবে আওয়ামী ঘরোয়ানা আঃ মজিদ মোড়লের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
পাইকগাছায় জায়গা জমি জবর দখল, মিথ্যা মামলা ও চাকরীচ্যুত করার হুমকি দেয়ায় আওয়ামী ঘরোয়ানা আঃ মজিদ মোড়লের বিরুদ্ধে পাইকগাছা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী মুনছুর মোড়ল। শনিবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামের মৃত তাছের মোড়লের ছেলে পাইকগাছা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারী মুনছুর আলী মোড়ল ওই সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার গোপালপুর গ্রামের আফছার মোড়লের ছেলে আওয়ামী ঘরোয়ানা আঃ মজিদ ও তার দোসররা আমার পৈতৃক সম্পত্তি গোপালপুর মৌজায় এস এ ৫৮ খতিয়ানে ২৮২ ও ২৮৩ দাগে ৭ শতক জমি জবর দখল, জীবন নাশের, জানমালের ক্ষতি ও চাকুরীচ্যুৎ করার হুমকি অব্যাহত রেখেছে।
এমনকি বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমিক অব্যাহত রেখেছে। ইতোমধ্যে মজিদ একাধিক মামলা করে পরাজিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় কয়েকবার উক্ত জমি জবর দখল চেষ্টা করে ব্যর্থ হয়েছে।সর্বোপরি ভুক্তভোগি মুনছুর আলী মোড়ল তার পরিবারের জানমালের নিরাপত্তার দাবী সহ দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
বাখ//এস