মাগুরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
![](https://www.banglakhaborbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি করা হয় রবিবার ২০ দুপুর সাড়ে ১২ টার।
মাগুরা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসক শিশু সহ সকলকে হাত ধৌত করা দেখান।
উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী বাসারুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (প্রাক্কলনিক) মোঃ লিংকন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের প্রমুখ
এ প্রকল্পের আওতায় জাতীয় স্যানিটেশন মাস ২০২৪ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে মাসব্যাপী প্রচার অভিযান চালাবেন রোভা ফাউন্ডেশন।
মাগুরা রোভা ফাউন্ডেশন এডমিন প্রশাসন অর্পণা রানী কুন্ড, প্রোগ্রাম প্রধান রফিকুল ইসলাম এ কথা জানান।অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মাগুরা।
বাখ//এস