০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
মাগুরা সদর উপজেলার আমুড়িয়াতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ : আহত ১০
মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শনি ও রবিবার গ্রামের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে দুই গ্রপে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্য কয়েক জনের অবস্থা আশংকা জনক। এ ভয়ে অনেক বাড়ি থেকে ইতি মধ্যে মালামাল অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। অনেকে এখন পর্যন্ত মালামাল সরাচ্ছে। আহতরা হলো আমুড়িয়া গ্রামের আসাদ শিকদার, ইমরান হোসেন,মোঃ আকুল, দাউদ শিকদার সহ অন্তত ১০ জন।
সামাজিক মাতব্বর শাহাদত বিশ্বাস ও নওশের আলীর সমর্থকদের মাঝে দ্বন্দ্বের কারনে এ রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়। গ্রামে এখন পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গ্রামে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন আছে।
এ রিপোট লেখা পর্যন্ত কোন পক্ষ মামলা করেনি।
বাখ//আর