০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদ সদস্যদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) রোববার (২০ অক্টোবর) সকাল ১১ টায় লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন পরিষদ বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে জমা দেওয়া হয়। লালমনিরহাট জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ স্বাক্ষরিত এই স্মারকলিপিতে পরিষদ বিলুপ্তি না করার অনুরোধ জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আব্দুল করিম বলেন, “আমরা জনগণের জন্য নিরলসভাবে কাজ করি, কিন্তু ইউনিয়ন পরিষদ বিলুপ্তির সিদ্ধান্ত আমাদের সেবা কার্যক্রম বাধাগ্রস্ত করবে। সদস্য সচিব মন্তাজুর রহমান বলেন, “আমরা এই সরকারের অংশ হিসেবে কাজ করতে চাই, তাই ইউনিয়ন পরিষদ বিলুপ্তির সিদ্ধান্ত বাতিলের জন্য অনুরোধ জানাই।”

লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক মো. আব্দুর রহিম বলেন, “আমরা আমাদের মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে চাই, কারণ ইউনিয়ন পরিষদই জনগণের নিকটতম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।”

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “স্মারকলিপিটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ বিলুপ্তির সিদ্ধান্ত কার্যকর হলে স্থানীয় জনগণ সেবা থেকে বঞ্চিত হবে এবং প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি হবে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, রোববার, ২০ অক্টোবর ২০২৪
২৪ জন দেখেছেন

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদ সদস্যদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট : ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, রোববার, ২০ অক্টোবর ২০২৪

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) রোববার (২০ অক্টোবর) সকাল ১১ টায় লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন পরিষদ বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে জমা দেওয়া হয়। লালমনিরহাট জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ স্বাক্ষরিত এই স্মারকলিপিতে পরিষদ বিলুপ্তি না করার অনুরোধ জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আব্দুল করিম বলেন, “আমরা জনগণের জন্য নিরলসভাবে কাজ করি, কিন্তু ইউনিয়ন পরিষদ বিলুপ্তির সিদ্ধান্ত আমাদের সেবা কার্যক্রম বাধাগ্রস্ত করবে। সদস্য সচিব মন্তাজুর রহমান বলেন, “আমরা এই সরকারের অংশ হিসেবে কাজ করতে চাই, তাই ইউনিয়ন পরিষদ বিলুপ্তির সিদ্ধান্ত বাতিলের জন্য অনুরোধ জানাই।”

লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক মো. আব্দুর রহিম বলেন, “আমরা আমাদের মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে চাই, কারণ ইউনিয়ন পরিষদই জনগণের নিকটতম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।”

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “স্মারকলিপিটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ বিলুপ্তির সিদ্ধান্ত কার্যকর হলে স্থানীয় জনগণ সেবা থেকে বঞ্চিত হবে এবং প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি হবে।

বাখ//আর