শাহজাদপুরে মোবাইল ফোন চুরির হিড়িক
সিরাজগঞ্জের শাহজাদপুরের সর্বত্র মোবাইল ফোন চুরির হিড়িক পরে গেছে। জানা গেছে, পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারের প্রাণ কেন্দ্র ন্যাশনাল ব্যাংকের সামনে মুড়ি পট্রিতে মোবাইল চুরির ঘটনা ঘটছে। এক শ্রেণির শিশু- কিশোররা মোবাইল ফোন চুরির সাথে জড়িয়ে পরেছে।
শাহজাদপুর পৌর এলাকায় সব চাইতে বেশি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে। ইতিপূর্বে স্থানীয় সংবাদকর্মীর ফোন ও চুরি হয়েছে। থানায় অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছে না।
শাহজাদপুর পৌর এলাকার চরুয়াপাড়া মহল্লার কবি বশিরুল হাসান খান জানান, গত পাঁচ দিনে তার মহল্লা থেকে চারটি মোবাইল সেট চুরি হয়েছে। এর মধ্যে তার একটি বাটন মোবাবাইল সেটও রয়েছে। বাকি গুলো অ্যান্ড্রয়েড সেট। জানা গেছে, চোরের নজর অ্যান্ড্রয়েড সেট এর উপর বেশি।
এছাড়া শাহজাদপুর উপজেলা সদরে বাজারে কেনাকাটা করতে এসে অনেকের পকেট থেকে টাকা খোয়া যাওয়ার সাথে সাথে পকেটে থাকা মোবাইল ফোন হারিয়ে ফেলছেন। তবে পকেট মারদের হাত থেকে ক্রেতা বিক্রেতাদের সুরক্ষা দিতে পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে ন্যাশনাল ব্যাংকের সামনে সিসি ক্যামেড়া বসানোর কারনে ওই এলাকায় পকেটমারদের দৌরাত্ম কিছুটা কমলেও বাজারের অন্যত্র পকেটমারদের সামাল দেয়া কঠিন হয়ে পরেছে।
এদিকে গত বুধবার দ্বারিয়াপুর বাজারের বণিক সমিতির সাধারন সম্পাদক রবিন আকন্দ জানান, বাজারের চুরি ও পকেট মারদের উপদ্রব ঠেকাতে বাজারের গুরুপূর্ণ স্থান গুলোতে সিসি ক্যামেরা বসানো জরুরী হয়ে পরেছে। বাজারে যে কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে তা প্রয়োজনের তুলতায় অপ্রতুল। তিনি জানান, টাকা পয়সার পাশাপাশি পটেকমাররা মোবাইল ফোন ও টার্গেট করছে।
এদিকে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, গ্রাম, মহল্লায় ও বাজারে চুরি ও অপরাধমূলক কাজ বন্ধ করতে শাহজাদপুর থানা পুলিশ তৎপর রয়েছে। অপরাধ দমনে পুলিশ টহল আরো বাড়ানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাখ//আর