০৮:০০ অপরাহ্ন, রোববার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সুনামগঞ্জের যে গ্রামে গান-বাজনা নিষিদ্ধ
সুনামগঞ্জে একটি গ্রামে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর লোহাচূড়া বড় মসজিদে জুমার নামাজ শেষে মসজিদে বসে গ্রামের পঞ্চায়েত ও গ্রামবাসী মিলে এই সিদ্ধান্ত নেন।
সিদ্ধান্ত শেষে গ্রামের সবার মঙ্গল কামনায় দোয়া পড়ানো হয়। গান-বাজনা নিষিদ্ধ করা গ্রামটি হলো বালিজুরী ইউনিয়নের পূর্ব আনোয়ারপুর গ্রাম।
বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, মসজিদে বসে পূর্ব আনোয়ারপুর গ্রামের মানুষজন গ্রামে গান-বাজনা নিষিদ্ধ করেছেন। এটা সব গ্রামের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছেন তিনি।
বাখ//এস