কিশোরগঞ্জের হোসেনপুরে হঠাৎ প্রচন্ড ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে উপজেলায় সীমান্তবর্তী দুটি ইউনিয়নে একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে হঠাৎ শিলাবৃষ্টি সহ ঝড়ো বাতাস ওই অঞ্চলে আঘাত হানে। উপজেলায় জিনারী ও সিদলা ইউনিয়নের একাংশের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা, বৈদ্যুতিক তার ছিঁড়ে খুটি উপরে গেছে। এতে আমন ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ে উপজেলার নামা জিনারী, গাবরগাঁও, হলিমা, ডাকুরীয়া, বেলতলী, টেকাপাড়াসহ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। নামা জিনারীর বাসিন্দা শামসুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে হঠাৎ প্রচন্ড বাতাসের সাথে শিলা বৃষ্টি শুরু হয় চোখের পলকেই গাছপালা ও বাড়িঘর ভাঙতে থাকে এতে ঐ এলাকায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
হোসেনপুর পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের (ডিজিএম) মো: মাসুদ রানা জানান, বিভিন্ন স্থানে ঝড়ে লাইনের উপরে পড়ে থাকা গাছ সরিয়ে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা চলছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, রাতের আকস্মিক ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হবে।
বাখ//এস
সম্পাদক ও প্রকাশক
মানিক কুমার সরকার
banglakhaborbd.com