০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কমলা ফাস্টফুড শপে কাজ করতেন: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। প্রার্থীরা রাজ্য থেকে রাজ্যে ছুটছেন নানা প্রতিশ্রুতির ডালি নিয়ে। জোরেশোরে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রধান দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। রোববার ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিস দুটি গির্জা পরিদর্শনে যান, যখন তার বিরোধী প্রার্থী ট্রাম্প মার্কিন একটি মন্দির পরিদর্শনে গিয়েছিলেন।

এদিন ডোনাল্ড ট্রাম্প ম্যাকডোনাল্ডের একটি ফাস্টফুড শপে গিয়ে কমলার নামে আবার মিথ্যা অভিযোগ তুলেন। তিনি বলেন, কমলা হ্যারিস আগে ফাস্টফুড শপে কাজ করতেন।

পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার ওই ফাস্টফুড শপে প্রবেশে করে স্যুট খুলে কালো এবং হলুদ রংয়ের অ্যাপরোন গায়ে জড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করেন। এ সময় তিনি বলেন, এটি সব সময়ই করতে চেয়েছেন। এক পর্যায়ে তিনি ফেঞ্চ ফ্রাইগুলো তার সমর্থকদের হাতে তুলে দেন। এ দৃশ্য দেখার জন্য ওই রেস্টুরেন্টের বাইরে হাজার হাজার মানুষ ভিড় করেন।

ট্রাম্প বলেন, আমি এ ধরনের কাজকে পছন্দ করি, এখানে এসে অনেক মজা করেছি। তিনি আরও বলেন, ম্যাকডোনাল্ড পরিদর্শনের উদ্দেশ্য ছিল কমলা হ্যারিসের কাজকে স্মরণ করিয়ে দেয়া। কারণ তিনি কলেজ জীবনে ক্যালিফোর্নিয়াতে ফাস্টফুড শপে কাজ করেছেন। ট্রাম্প অভিযোগ করে বলেন, যদিও হ্যারিস এটি অস্বীকার করেছেন, তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেনি।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
৫১ জন দেখেছেন

কমলা ফাস্টফুড শপে কাজ করতেন: ট্রাম্প

আপডেট : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। প্রার্থীরা রাজ্য থেকে রাজ্যে ছুটছেন নানা প্রতিশ্রুতির ডালি নিয়ে। জোরেশোরে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রধান দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। রোববার ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিস দুটি গির্জা পরিদর্শনে যান, যখন তার বিরোধী প্রার্থী ট্রাম্প মার্কিন একটি মন্দির পরিদর্শনে গিয়েছিলেন।

এদিন ডোনাল্ড ট্রাম্প ম্যাকডোনাল্ডের একটি ফাস্টফুড শপে গিয়ে কমলার নামে আবার মিথ্যা অভিযোগ তুলেন। তিনি বলেন, কমলা হ্যারিস আগে ফাস্টফুড শপে কাজ করতেন।

পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার ওই ফাস্টফুড শপে প্রবেশে করে স্যুট খুলে কালো এবং হলুদ রংয়ের অ্যাপরোন গায়ে জড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করেন। এ সময় তিনি বলেন, এটি সব সময়ই করতে চেয়েছেন। এক পর্যায়ে তিনি ফেঞ্চ ফ্রাইগুলো তার সমর্থকদের হাতে তুলে দেন। এ দৃশ্য দেখার জন্য ওই রেস্টুরেন্টের বাইরে হাজার হাজার মানুষ ভিড় করেন।

ট্রাম্প বলেন, আমি এ ধরনের কাজকে পছন্দ করি, এখানে এসে অনেক মজা করেছি। তিনি আরও বলেন, ম্যাকডোনাল্ড পরিদর্শনের উদ্দেশ্য ছিল কমলা হ্যারিসের কাজকে স্মরণ করিয়ে দেয়া। কারণ তিনি কলেজ জীবনে ক্যালিফোর্নিয়াতে ফাস্টফুড শপে কাজ করেছেন। ট্রাম্প অভিযোগ করে বলেন, যদিও হ্যারিস এটি অস্বীকার করেছেন, তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেনি।