কুড়িগ্রামে ৫ বছর পর চালু হলো জনপ্রিয় রমনা লোকাল ট্রেন
দীর্ঘ প্রায় ৫বছর পর কুড়িগ্রাম-রংপুর রুটে আবারও চালু হয়েছে রমনা লোকাল ট্রেন। সোমবার সকাল থেকে এই রুটে ট্রেনটি চলাচল শুরু করে। সংশ্লিষ্ট সূত্রে জানায়, প্রায় ৫বছর পূর্বে ২০২০ সনের মার্চ মাসে করোনাকালীন সময় করোনার প্রাদূর্ভাব থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন স্থানে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়।
পরবর্তীতে অন্যান্য ট্রেন গুলো চালু হলেও রমনা ট্রেনটি চালু হয়নি। এরপর থেকে রেল,নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটি ট্রেনটি পূণঃরায় চালুর জন্য আন্দোলন করে আসছে। সম্প্রতি তারা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি ও রমনা ট্রেনটি চালুর দাবিতে ট্রেন অবরোধ করে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
প্রায় ৫বছর পর সোমবার সকালে রমনা ট্রেনটি প্রথম পারবর্তীপুর থেকে ছেড়ে রাজারহাট হয়ে চিলমারীতে প্রবেশ করে। প্রতিদিন সকালে এটি পারবর্তীপুর থেকে তিস্তা, রাজারহাট, কুড়িগ্রাম হয়ে চিলমারী রমনায়, দুপরে রমনা থেকে কুড়িগ্রাম হয়ে রংপর,বিকেলে রংপুর থেকে কুড়িগ্রাম এবং রাতে কুড়িগ্রাম থেকে পারবর্তীপুর যাওয়া আসা করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘদিন পর ট্রেনটি চালু হওয়ায় ব্যানার নিয়ে কুড়িগ্রামের প্রতিটি রেলওয়ে স্টেশনে আনন্দ-উল্লাস প্রকাশ করেন এলাকাবাসী। রাজারহাটের কাঁচামাল ব্যবসায়ি আনিছুর রহমান বলেন, ট্রেনটি চালু হওয়ায় আমাদের এলাকার অনেক ব্যবসায়ি আগের মতো ট্রেনে অল্প খরচে চিলমারীর চরে উৎপাদিত কাঁচামাল এনে ব্যবসা করতে পারবেন।
কুড়িগ্রাম সরকারি কলেজ শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন,শিক্ষার্থীরাও ট্রেনে অল্প খরচে কলেজ যায়াতের সুযোগ পাবেন। রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন জেলা কুমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বলেন, এই ট্রেনটি চালু হওয়ায় কুড়িগ্রাম,লালমনিরহাট ও রংপুর তিন জেলার বিশাল জনগোষ্ঠি সুফল ভোগ করবে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস ছালাম রমনা লোকাল ট্রেনটি চালুর সত্যতা নিশ্চিত করে বলেন,জনপ্রিয় রমনা লোকাল ট্রেনটি চালু হওয়ায় বিশেষ করে কুড়িগ্রাম অঞ্চলের মানুষ বেশি উপকৃত হবেন।
বাখ//আর