০১:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
গলাচিপায় বসতবাড়ি থেকে উচ্ছেদ করা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিলকচুয়া এলাকার মৃত দেলোয়ার হোসেন আকন এর বসতবাড়ি থেকে উচ্ছেদ করা ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগী বিধবা (স্ত্রী) অজুফা বেগমের প্রতিপক্ষ মোঃ ইউনুচ আলী সরদার, মোঃ সুলতান আহম্মেদ সরদার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) সহ বাড়ির লোকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনটি করেন ২১ অক্টোবর রোজ সোমবার বেলা ১১ টায় গলাচিপা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়। এসময় ভুক্তভোগী অজুফা বেগম লিখিত ভাবে জানান তার স্বামী ১৯৮৫ সালে মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী ইউনুচ আলী সরদার ও সুলতান আহম্মেদ সরদার সহ তাদের নিজস্ব লোকজন দিয়ে জবরদখল করে নিয়ে যায়।
এ বিষয় নিয়ে বহুদিন আগে পটুয়াখালী জজ কোর্টে জায়গা জমি নিয়ে মামলা চললেও বিবাদীরা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে বর্তমান বসতবাড়ি থেকে উচ্ছেদ করবেন বলে জানান।
এ বিষয়ে ভুক্তভোগী বিধবা অজুফা বেগম বর্তমান অন্তর্বতিকালীন সরকারের কাছে সুষ্ঠ ও ন্যায়বিচারের দাবী জানান সংবাদ সম্মেলনের মাধ্যমে।
বাখ//আর