ঝিকরগাছার পানিসারায় জামায়াতের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার ৫নং পানিসারা ইউনিয়ন শাখার সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে পানিসারা ইউনিয়নের বর্ণি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সহযোগী সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আমীর মাওলানা শাহাবুদ্দীন আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশী, জামায়াতে ইসলামী জেলা পশ্চিম শাখার সাবেক সেক্রেটারী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আমীর অধ্যাপক হরুন অর রশীদ, জামায়াতের থানা শুরা সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবিদুর রহমান, শিবিরের সাবেক সভাপতি বেলাল হুসাইনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, জামায়াতের ইউসিয়ন সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান।
বাখ//এস