ট্রাম্পের আবার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতাই নেই: কমলা
ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস।
রোববার (২০ শে অক্টোবর) এমএসএনবিসি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
কমলা বলেন, ট্রাম্প পেনসিলভেনিয়ার সমাবেশে ভাইস প্রেসিডেন্টকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার মাধ্যমে মূলত প্রেসিডেন্ট অফিসকে অবমাননা করা হয়েছে।
এমএসএনবিসি টিভিতে কমলা হ্যারিসের সাক্ষাৎকার নেন এএল শার্পটন। এসময় গাজায়-ইসরাইল ইস্যু নিয়ে কমলার কাছে প্রশ্ন করেন সাংবাদিক। উত্তরে কমলা বলেন, ‘গত সপ্তাহে গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে একটি প্রতিবন্ধকতা দূর হয়েছে। আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। পাশাপাশি আমাদের জিম্মিদের বের করে আনতে হবে।’
এসময় শার্প্টন হ্যারিসকে শনিবার রাতে একটি সমাবেশে ভাইস-প্রেসিডেন্টকে ট্রাম্পের কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসা করেন। এতে হ্যারিস বলেন, ট্রাম্পের কথাগুলি রাষ্ট্রপতির অফিসকে অবমাননা করে। ট্রাম্প আবার রাষ্ট্রপতি হওয়ার অধিকার অর্জন করতে পারেননি বলেও মন্তব্য করেন কমলা হ্যারিস।