দাম কমল আইফোন ১৫ এর
আইফোন ১৬ নিয়ে আইফোনপ্রেমীদের নানা আলোচনা-সমালোচনার মাঝেই জানা গেল আইফোন ১৫ এর দাম কমেছে। সেপ্টেম্বরে আইফোন ১৬ বাজারে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন সিরিজের আইফোন। তবে ভারতের বাজারে আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে এবার আলোচনায় উঠে এসেছে আইফোন ১৫ সিরিজের প্রো ও প্লাস এই মডেল দুটি। কেননা ভারতের জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট আইফোন ১৫ প্রো ও প্লাস মডেলে দিচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়সহ বিভিন্ন অফার।
ফ্লিপকার্টের ১০ দিনব্যাপী ‘দীপাবলি সেল’ শুরু হয়েছে আজ (১০ অক্টোবর) থেকে। প্ল্যাটফর্মটির এই সেল উৎসবের অংশ হিসেবেই আইফোনের প্রো ও প্লাস মডেল দুটিতে মিলছে বিশেষ এই মূল্যছাড়।
গত বছর বাজারে আসার পর আইফোন ১৫ প্লাসের দাম ছিল ভারতীয় মুদ্রায় ৮৯,৯০০ রুপি। গত মাসে আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর ১৫ প্লাসের দাম স্থায়ীভাবে ১০ হাজার রুপি কমিয়ে আনা হয় ৭৯,৯০০ রুপিতে। বর্তমানে ‘দীপাবলি সেল’ উপলক্ষ্যে ফ্লিপকার্ট ১৮ শতাংশ মূল্যছাড় দিয়ে ফোনটি অফার করছে ৬৪,৯৯৯ রুপিতে।
অবশ্য আকর্ষণীয় অফারের এখানেই শেষ নয়। বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে মিলছে অতিরিক্ত মূল্যছাড়। এই যেমন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা সাথে সাথেই পেয়ে যাবেন ১০ শতাংশ অতিরিক্ত মূল্যছাড়। আবার অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে ৫ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ। এছাড়া আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে মিলছে তাৎক্ষণিক ৪,০০০ টাকার মূল্যছাড়।
পুরাতন আইফোন এক্সচেঞ্জ করে যারা আইফোন ১৫ প্লাস নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট ফোনে ৩৮,০৫০ রুপি পর্যন্ত মূল্যছাড় পেতে পারেন। শুধু তাই নয় এক্সচেঞ্জের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি মডেলে ২,০০০ রুপি অতিরিক্ত ছাড়েরও সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।