দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষে নবাগত সিভিল সার্জনকে সংবর্ধনা প্রদান
দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মমতাজ বেগম পালি ও সাধারন সম্পাদক আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে সদস্যরা নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌসকে ফুল দিয়ে বরণ এবং বিদায় সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। আজ ২১ অক্টোবর সোমবার দিনাজপুর সিভিল সার্জন অফিসে এই বরণ ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান সবুজ, সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন, মমিনুর রহমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ বুলু, কোষাদ্যক্ষ আতিকুর রহমান আতিক, সদস্য নিতাই চন্দ্র রায়, মোঃ তারিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোঃ তোফায়েল আহমেদ, মোঃ জুয়েল, শ্রী জগদিশ চন্দ্র রায়, মোঃ জাকির, সালমা আক্তার, আবু রায়হান ইভা, মনোয়ার সেলিম, শামীম হোসেন, আল মাহমুদ, আশরাফুল আলম, ফিরোজ কবির, আবু তারেক উপস্থিত ছিলেন।
এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ ফজলুর রহমান, ডিপুটি সিভিল সার্জন ডাঃ শরিফ আহমেদ, আর.এম.ও ডাঃ সোহেল পারভেজসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস তার বক্তব্যে বলেন, বিদায় সিভিল সার্জন আমার অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তিনি এখান থেকে চলে যাচ্ছেন এবং তার স্থানে আমি দায়িত্ব গ্রহণ করছি। এটা আমার জন্য খুবই কষ্টকর ব্যাপার।
তারপরও যে গুরুদায়িত্ব নিয়ে আমি এখানে এসেছি তা আপনাদের সহযোগিতায় সঠিকভাবে পালন করব এই আশা করছি। দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি দিনাজপুরের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ বলেন, নবাগত সিভিল সার্জন আসিফ ফেরদৌস এর যে কোন কাজে আমাদের সমিতি সবসময় সহযোগিতা করে যাবে। আমরা আশা করি দিনাজপুরের স্বাস্থ্য সেবার আরও উন্নতি ঘটবে নবাগত সিভিল সার্জনের প্রচেষ্টায়।
বাখ//এস