নাজিরপুরে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা আটক
পিরোজপুরের নাজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় সুমন সিকদার নামের এক ছাত্রদল নেতা আটক। আটককৃত ছাত্রদল নেতা উপজেলা সদরে অবস্থিত শহীদ জিয়া কলেজ ছাত্রদল কমিটির সদস্য ও সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের আফতার আলী সিকদারের ছেলে সুমন সিকদার (২২)।
থানা সূত্রে জানা যায়, সুমন সিকদার ও একই কলেজ এক ছাত্রীর সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। গত (২০ অক্টোবর) রাতে কলেজ ছাত্রীর বাড়ি কেহ না থাকার সুযোগে সুমন তাদের বাড়ি গেলে স্থানীয়রা তাদের এক রুম থেকে ঘিরে ধরে। পরবর্তীতে সুমনকে থানা পুলিশের কাছে তুলে দেন।
স্থানীয় ইউপি সদস্য লিপু শরীফ জানান, মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। রাতে সুমনকে গরু চোর সন্দেহ স্থানীয়রা আটক করলে। ওই কলেজ ছাত্রী জানায় তার কাছে আসছিলো এবং তাদের শারিরীক সম্পর্ক হয়েছে। পরে আমি বিয়ের কথা জানালে সুমন রাজি হয় না। এরপর থানা পুলিশ মেয়ে এবং সুমনকে নিয়ে যায়। সুমন সিকদার কলেজ ছাত্রদলের সদস্য নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি।
নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র সরকার জানান, গত (২০ অক্টোবর) রবিবার ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাড়ি কেহ না থাকার সুযোগে সুমন তার সঙ্গে শারীরিক মেলামেশা করে। সেটা স্থানীয়রা জানতে পেরে তাদের দুজনকে এক সঙ্গে ধরলে। স্থানীয় ভাবে বিয়ের ব্যবস্থা করতে চাইলে সুমন রাজি না হলে থানায় সোপর্দ করেন। পরে নাজিরপুর থানায় ধর্ষন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরন করা হয়।
বাখ//আর