মাগুরায় জাতীয় ইঁদুর দমন অভিযান এর উদ্বোধন অনুষ্ঠিত
“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে মাগুরায় জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ‘চাঁদের হাট’ এ জেলা প্রশাসন, মাগুরা এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা এর সহযোগিতায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষিবিদ ড. মো: ইয়াছিন আলী, উপপরিচালক, ডিএই, মাগুরা ও উপস্থাপনায় অতিরিক্ত উপপরিচালক (পিপি) বিষ্ণু পদ সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির প্রমুখ।
বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইঁদুর দমন কৃষক বড়খড়ী গ্রামের মোঃ হান্নান মোল্লা, শালিখা উপজেলার শরশুনা গ্রামের কৃষক মোঃ শহর আলী, মাগুরা সদর, মাগুরা সদর উপজেলা কৃষি অফিস উপসহকারী কৃষি কর্মকর্তা সত্যপুর ব্লক আশরাফুল আলম।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, ইঁদুর প্রতি বছর গোল আলু, গম, আনারস, নারিকেল, ধান ইত্যাদি ফসলের ব্যাপকহারে ক্ষতি করে। যার ক্ষতির পরিমাণ সর্বোপরি বৎসরে প্রায় ৭ লক্ষ টন খাদ্য শস্য নষ্ট করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর কাছে থেকে কৃষক মোঃ হান্নান মোল্লা পুরস্কার ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানি গ্রহণ করেন।
বাখ//এস