০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
রাউজান প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা : ৫ নভেম্বর ভোট
রাউজান প্রেস ক্লাবের নির্বাচন আগামি ৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্টিত হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাংবাদিক প্রদীপ শীল। ২১ অক্টোবর সোমবার বিকালে তিনি এঘোষনা দেন।জানাগেছ ভোটের দিন সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ।
সেলক্ষ্যে নির্বাচনী তফসিল হিসাবে আগামী ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর শুক্রবার ও শনিবার সকাল-১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ।এই দুইদিন উল্লেখিত সময়ের মধ্যে প্রেসক্লাব কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। মনোনয়ন পত্র বা ফরম মূল্য নিম্নরূপ-সভাপতি পদে- ১০০০/টাকা।সাধারণ সম্পাদক পদে- ৮০০/ টাকা। সি. সহ সভাপতি ও সহসভাপতি পদে-৮০০/ টাকাঅন্যান্য পদে- ৫০০/ টাকায় বিক্রি হবে।
এছাড়া মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ আগামী ২৮ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত।
মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৩০ অক্টোবর বুধবার সকাল ১১ টায়। ৩১ অক্টোবর সকাল ১১ টায় প্রতিক বরাদ্দ।৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা করা হবে। ভোটের ফলাফল ঘোষণা করার পর বিজয়ীদের ফুলেল শুভেচছা জানানো হবে।
ভোটে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের উল্লেখিত সময়ে যথাযথ মর্যাদা রক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিনীত অনুরোধ জানিয়েছেন নির্বাচন পরিচালনা পরিষদ। এদিকে দৈনিক ইনকিলাবের রাউজান প্রতিনিধি এম বেলাল উদ্দিন সভাপতি পদে নির্বাচনে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।
বাখ//আর