শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধা লতিফ গাজী আর নেই
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আব্দুল লতিফ গাজী ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি গত রােববার দিবাগত গভীর রাতে বার্ধক্যজনিত রােগে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সােমবার বাদ যােহর ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ মাঠে মরহুম বীর মুক্তিযাদ্ধা আব্দুল লতিফ গাজীকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাে. মহিন উদ্দিন। এ সময় শ্রীনগর থানা পুলিশ সদস্য, স্থানীয় বীর মুক্তিযােদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
বাখ//এস