কাজীপুরে মেলায় জাদু প্রদর্শনীর আড়ালে উদাম নাচ, ১০ জনের কারাদণ্ড
যৌথবাহীনি অভিযান চালিয়ে সিরাজগঞ্জের কাজীপুরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় জাদু প্রদর্শনীর আড়ালে উদাম নাচ প্রদর্শনীর দায়ে নর্তকী, দর্শক ও মেলা পরিচালনা পর্ষদের লোকজনসহ দেড় শতাধিক সদস্যকে আটক করেছে। সোমবার দিবাগত রাত ১২টায় যৌথবাহীনির অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় অবৈধভাবে মেলা পরিচালনা ও উদাম নাচ প্রদর্শনীর মূলহোতাদের ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে কিছু মদের বোতলও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার।
তিনি বলেন, ‘মেলায় যাত্রা, সার্কাস, বিচিত্রা, জাদু এগুলোর কোন অনুমতি ছিলো না। কিন্তু তারা যাদুর নামে অশ্লীল নাচ প্রদর্শনী করে আসছিলেন। রাতে যৌথবাহীনির অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে জড়িতদের ১০ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। বাকীদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।’
তিনি বলেন, ‘আমার জানা মতে ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মেলার অনুমতি রয়েছে। আজকের দিনের মধ্যে প্যাণ্ডেল ভেঙে ফেলার জন্য বলা হয়েছে। ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে।’
জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে প্রায় ৩শ বছর ধরে ঐতিহ্যবাহী সোনামুখী মেলা বসে। এবারের চিত্র একটু ভিন্ন ছিল। মেলার শুরু থেকেই যাদু প্রদর্শনীর নামে তিন- চারটি প্যাণ্ডেলের ভিতর উদাম নাচ চলতো। যেখানে ৫০-৮০ টাকায় টিকেট সংগ্রহ করে সেই নাচ দেখা যেত।
নাচ দেখা বাবু নামের এক দর্শক বলেন, ‘নর্তকী উদাম শরীরে নাচ করে। দশ টাকা দিলেই তার সাথে আলিঙ্গন করা যায়। খুবই খারাপ ছিল যা বলার মতো না।’
মোত্তালেব নামের একজন বলেন, ‘দেখতে আসলাম যাদু, ঢুকে দেখি খোলা মেলা নাচা-নাচি। সম্পূর্ণ বিবস্ত্র শরীরে নাচছে নর্তকী। যা মুখে বলার মতো না।’
অভিযানকালে উপস্থিত ছিলেন এনএসআই’র যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সেনা সদস্যরা।
বাখ//এস