০৯:০৬ অপরাহ্ন, রোববার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে জরায়ু ক্যান্সারের টিকার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিস দিনাজপুর এর আয়োজনে স্কাউট ও সুধিজনদের নিয়ে “এক ডোজ এইচপিভি টিকা নিন-জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন”-এই শ্লোগানকে সামনে রেখে স্কাউট ও সুধিজনদের নিয়ে জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম-২০২৪ এর সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস দিনাজপুর এর সিনিয়র তথ্য অফিসার মোঃ আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অবহিতকরণ সভার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কাওছার আহমেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদিন, দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, আদর্শ কলেজের প্রভাষক রুপা রানী দাস।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ রোস্তম আলী সরকার। বক্তারা বলেন, এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে। আক্রান্তরা সাধারণত ৩৫ থেকে ৫৫ বছর বয়সী হয়ে থাকে। ৬০ বছরের পরও এ রোগ হতে পারে। ঔষধ প্রতিরোধকের চেয়ে আচরণগত প্রতিরোধকের দিকে বিজ্ঞানীরা বেশী গুরুতারোপ করেছেন।

সাধারণত ১০ বছর বয়সের পর থেকে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ টিকা নেওয়া যায়। মোট ৩ ডোজ টিকা নিতে হয়। প্রথম ডোজের একমাস পর দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজের ছয় মাস পর তৃতীয় ডোজ নিতে হয়। টিকা গ্রহণের পাশাপাশি নিয়মিত পরীক্ষা করলে জরায়ু মুখ ক্যান্সার আক্রমণ হার কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে স্কুল-কলেজ ছাত্রদের এব্যাপারে যথেষ্টা সচেতন হতে হবে। এ কাজটি স্কাউট রোভাররা বিভিন্ন অনুষ্ঠানে এবং সচেতনতামূলক সভায় সকলকে সচেতন করার দায়িত্ব নিতে পারে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
৩৯ জন দেখেছেন

দিনাজপুরে জরায়ু ক্যান্সারের টিকার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিস দিনাজপুর এর আয়োজনে স্কাউট ও সুধিজনদের নিয়ে “এক ডোজ এইচপিভি টিকা নিন-জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন”-এই শ্লোগানকে সামনে রেখে স্কাউট ও সুধিজনদের নিয়ে জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম-২০২৪ এর সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস দিনাজপুর এর সিনিয়র তথ্য অফিসার মোঃ আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অবহিতকরণ সভার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কাওছার আহমেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদিন, দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, আদর্শ কলেজের প্রভাষক রুপা রানী দাস।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ রোস্তম আলী সরকার। বক্তারা বলেন, এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে। আক্রান্তরা সাধারণত ৩৫ থেকে ৫৫ বছর বয়সী হয়ে থাকে। ৬০ বছরের পরও এ রোগ হতে পারে। ঔষধ প্রতিরোধকের চেয়ে আচরণগত প্রতিরোধকের দিকে বিজ্ঞানীরা বেশী গুরুতারোপ করেছেন।

সাধারণত ১০ বছর বয়সের পর থেকে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ টিকা নেওয়া যায়। মোট ৩ ডোজ টিকা নিতে হয়। প্রথম ডোজের একমাস পর দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজের ছয় মাস পর তৃতীয় ডোজ নিতে হয়। টিকা গ্রহণের পাশাপাশি নিয়মিত পরীক্ষা করলে জরায়ু মুখ ক্যান্সার আক্রমণ হার কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে স্কুল-কলেজ ছাত্রদের এব্যাপারে যথেষ্টা সচেতন হতে হবে। এ কাজটি স্কাউট রোভাররা বিভিন্ন অনুষ্ঠানে এবং সচেতনতামূলক সভায় সকলকে সচেতন করার দায়িত্ব নিতে পারে।

বাখ//এস