দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার -এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার ২২ অক্টোবর বিকেল ৩ টায় দিনাজপুর জিলা স্কুলে শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ওঅভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার। উক্ত সেমিনারে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিআরটিএ দিনাজপুর সার্কেল এর সহকারী পরিচালক মোঃ এ.টি.এম ময়নুল হাসান।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ জয়নাল আবেদীন, মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ সাদা মিয়া ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হারুন-উর- রশিদ। সার্বিক সহযোগিতায় ছিলেন দিনাজপুর জেলা প্রশাসন, জেলাপুলিশ প্রশাসন ও নিরাপদ সড়ক চাই জেলা কমিটি দিনাজপুর।
বাখ//এস