পটুয়াখালী জেলায় জন্ম মৃত্যু নিবন্ধনে দ্বিতীয় স্থান, সম্মাননা পুরস্কার পেলো টিয়াখালী ইউনিয়ন পরিষদ
পটুয়াখালী জেলায় জন্ম মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থান অধিকার করে জেলার ৭২ টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভার মধ্যে। শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন টিয়াখালী ইউনিয়ন পরিষদে।
রবিবার পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর কাছ থেকে এ সম্মননা পুরস্কার গ্রহন করেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ সচিব এম এ জলিল তালুকদার। এসময় ডিডিএলজি (উপসচিব) জুয়েল রানা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম সহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
টিয়াখালী ইউনিয়ন পরিষদ জন্ম মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখার জন্য পটুয়াখালী জেলার ৭২ টি ইউনিয়ন পরিষদ ও ০৫ টি পৌরসভার মধ্যে টিয়াখালী ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থানের সম্মাননা পুরস্কার পাওয়ায় ইউপি চেয়ারম্যান মো: মাহামুদুল হাসান সুজন মোল্লা বলেন, ইউনিয়ন সচিব, গ্রাম-পুলিশ, ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যদের কর্মতৎপরতা ও টিয়াখালীর জনগনের সচেতনতায় শতভাগ নিবন্ধন হয়েছে। তিনি এ প্রাপ্তীর সফলতায় অভিনন্দন জানিয়ে বলেন, সকল কিছু সম্ভব হয়েছে জনগনের সচেতনতায়।
সচিব জলিল তালুকদার বলেন, টিয়াখালীর জনগন খুবই সচেতন। শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন সম্পন্ন হওয়ায় সচেতন টিয়াখালী ইউনিয়নের সকল সচেতন জনগনকে নিরন্তর শুভেচ্ছা জানান।
বাখ//এস