মাগুরার কণ্ঠশিল্পী কিশোরের ঢাকা বাসা থেকে গলিত লাশ উদ্ধার
রাজধানীর রামপুরার বাসা থেকে ১৯ অক্টোবরশ নিবার কণ্ঠশিল্পী মনি কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রামপুরা থানার এসআই খান আবদুর রহমান জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। কয়েক দিন সেই বাসা থেকে কোনো সাড়াশব্দ পাননি প্রতিবেশীরা। একসময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি জাতীয় জরুরি নম্বর সেবা ৯৯৯–এ কল দেয়। পরে পুলিশ দিয়ে তার মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি।একাকী ঘরে চিন্তা করে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে তিনা মারা যেতে পারেন বলে অনেকে মনে করেন।তার মৃত্যুতে জাতী একজন গুনি মানুষ হারালেন।
নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সাবেক ফুটবলার এবং মাগুরা এজি একাডেমি স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন তিনি।
নব্বই দশকে তার অনেকগুলো অ্যালবাম বের হয়। তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তারই সুর করা, তারই লেখা। এই জনপ্রিয় গানটি পরে উত্তম আকাশ পরিচালিত ‘কে অপরাধী’ ছবিতে ব্যবহার করা হয়। ছবিতে নায়ক ওমর সানী গানটিতে লিপ করেন।
বাখ//আর