শাহজাদপুরে বিপুল পরিমান কারেন্ট জাল সহ ৭ জেলেকে জরিমানা
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা মৎস অফিস এক অভিযান পরিচালনা করিয়া বিপুল পরিমান কারেন্ট জাল সহ ৭ জনকে আটক করে জরিমানা করা হয়। জাল জনসন্মুখে পুড়িয়ে ফেলা হয় ।
জানা গেছে, মা ইলিশ সংরক্ষন অভিযান / মোবাইল কোর্ট পরিচালনা করে গতকাল সোমবার উপজেলার বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান কারেন্ট জাল করে ।
এ সময় ৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান প্রত্যেকে ২ হাজার পাঁচশত টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেন। মৎস অফিসার ইসমাত জাহান জানান, আমাদের ইলিশ আহরন, পরিবহন, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ বিষয়ক মা ইলিশ সংরক্ষন অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করছি। এদিকে পৌর এলাকার দ্বারিয়াপুর বাজার থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে বিপুল নামের এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
বাখ//এস