শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসানের লিফলেট বিতরণ
চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দলের জন্যে কাজ করতে হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।কেউ যেন কষ্ট না পায় সেই কাজ করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ডালী, যুগ্ন আহবায়ক শামসুল আলম সূর্য। লিফলেট বিতরণ কালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাব প্রতিহত করতে হবে। এর জন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংষ্কার করতে সবাইকে বিএনপির হাত কে শক্তিশালী করতে হবে। নেতৃবৃন্দ ঠাকুর বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে উম্মক্ত কথা বলেন।
এ সময় ছিলেন শাহরাস্তি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ হোসেন সিকদার, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেন হোসেন শিপন, সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী যুগ্ন আহবায়ক মোঃ ইকবাল হোসেনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড, ইউনুয়ন, ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
বাখ//আর