১০:০২ অপরাহ্ন, রোববার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় বারসিক এর সবজি বীজ বিতরণ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার তারানগর, ও বাগবের কমিউনিটি বীজ ব্যাংক হতে ১১ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়েছে। বুধবার বে-সরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর আয়োজনে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদিন জাম্বিল।
মুন্না রংদির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো, মিজানুর রহমান, বারসিক কলমাকান্দা উপজেলা সমন্নয়ক গুঞ্জন রেমা, কৃষক /কৃষাণী মথি ঘাগ্রা ও সাবিনা রংদি, সিনিয়র সাংবাদিক মো ফখরুল আলম খসরু। বারসিক এর আয়োজনে ১২০ জন কৃষক কৃষাণীর মধ্যে ১১ জাতের বীজ বিতরন করা হয়েছে।
এছাড়া, বীজ সংরক্ষণ, ও সংগ্রহ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাখ//আর