ঝিকরগাছায় এইচপিভি টিকাদান কর্মসূচির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
যশোরের ঝিকরগাছায় ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ৫ম থেকে নবম শ্রেনীর ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এক ডোজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কার্যক্রমকে সামনে রেখে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় ঝিকরগাছা বিএম হাইস্কুলে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সরকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ার, উপজেলা স্বাস্থা ও পারবিার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাসান উদ্দিন। এ সময় উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক, দাখিল মাদ্রাসার ও কওমি মাদ্রাসার প্রধানগণ।
বাখ//এস