০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডামুড্যায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ নান্নু মৃধা, (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে এনসিডি কর্ণারের কার্যক্রম তুলে ধরা,উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্ণার থেকে ঔষধ সরবরাহ এবং সকল প্রাপ্তবয়সীদের কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ বিষয়ে কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ নাগ এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডাঃ মোঃ আহসান-উজ-জামান, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডাঃ নুসরাত ইসলাম, প্রোগ্রাম এন্ড লজিস্টিক অ্যাসিস্টেন্ট ফিরোজা পারভীন এবং ফিল্ড মনিটরিং অ্যাসিস্ট্যান্ট মোঃ সোহাগ হোসেন।

বক্তারা জানান, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে সারা দেশের মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মাঝে হৃদরোগ ও স্ট্রোকসহ সিভিডি জনিত মৃত্যুর হার শতকরা ৩৪ ভাগ। সরকার এই পরিস্থিতি উন্নয়নের জন্য উপজেলা হাসপাতালে এনসিডি কর্ণার চালু করেছে যেখানে রেজিস্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান এবং ফলো আপ করা হয়।

বর্তমানে ডামুড্যাতে ৯১৫ জন উচ্চরক্তচাপ, ৫৬১ জন ডায়াবেটিস এবং ৬৯৫ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস উভয় রোগেই আক্রান্ত এমন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হচ্ছে। আগামীতে সরকারের কমিউনিটি ক্লিনিক থেকে উক্ত রোগের সেবা প্রদানের পরিকল্পনার কথাও বক্তারা উল্লেখ করেন।

সভায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, মসজিদের ইমাম সহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল কলেজের শিক্ষকদের ভূমিকার উপর বিশেষভাবে জোর দেয়া হয়। প্রশিক্ষণে ডামুড্যা উপজেলার ১২ টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের সভাপতিরা অংশগ্রহণ করেন।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১১:২৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
৩০ জন দেখেছেন

ডামুড্যায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট : ১১:২৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে এনসিডি কর্ণারের কার্যক্রম তুলে ধরা,উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্ণার থেকে ঔষধ সরবরাহ এবং সকল প্রাপ্তবয়সীদের কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ বিষয়ে কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ নাগ এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডাঃ মোঃ আহসান-উজ-জামান, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডাঃ নুসরাত ইসলাম, প্রোগ্রাম এন্ড লজিস্টিক অ্যাসিস্টেন্ট ফিরোজা পারভীন এবং ফিল্ড মনিটরিং অ্যাসিস্ট্যান্ট মোঃ সোহাগ হোসেন।

বক্তারা জানান, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে সারা দেশের মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মাঝে হৃদরোগ ও স্ট্রোকসহ সিভিডি জনিত মৃত্যুর হার শতকরা ৩৪ ভাগ। সরকার এই পরিস্থিতি উন্নয়নের জন্য উপজেলা হাসপাতালে এনসিডি কর্ণার চালু করেছে যেখানে রেজিস্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান এবং ফলো আপ করা হয়।

বর্তমানে ডামুড্যাতে ৯১৫ জন উচ্চরক্তচাপ, ৫৬১ জন ডায়াবেটিস এবং ৬৯৫ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস উভয় রোগেই আক্রান্ত এমন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হচ্ছে। আগামীতে সরকারের কমিউনিটি ক্লিনিক থেকে উক্ত রোগের সেবা প্রদানের পরিকল্পনার কথাও বক্তারা উল্লেখ করেন।

সভায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, মসজিদের ইমাম সহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল কলেজের শিক্ষকদের ভূমিকার উপর বিশেষভাবে জোর দেয়া হয়। প্রশিক্ষণে ডামুড্যা উপজেলার ১২ টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের সভাপতিরা অংশগ্রহণ করেন।

বাখ//এস