তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮ হাজার ৪শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদদের প্রত্যেককে বিনামূল্যে সরিষা, ভুট্রা, চিনাবাদাম, খোসারী ও গমসহ বিভিন্ন রবি শষ্য বীজ ও সার বিতরণ করা হয়।
বিনামুল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা। ৮ হাজার ৪শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদদের প্রত্যেককে বিনামূল্যে সরিষা, ভুট্রা, চিনাবাদাম, খোসারী ও গমসহ বিভিন্ন রবি শষ্য বীজ ও সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নিমগাছী সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মনজুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিনসহ অনেকেই।
বাখ//এস