০৮:৫৯ অপরাহ্ন, রোববার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় জাতীয় ইঁদুর দমন অভিযান শুরু

নওগাঁ প্রতিনিধি

‘ছাত্র শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই’ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় ইঁদুর দমন অভিযান শুরু হয়েছে। বুধবার বেলা ১১ টায় এ উপলক্ষে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপ-পরিচালকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক মেহেদুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন উপজেলা থেকে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। পরে ইঁদুর দমনে বিশেষ ভূমিকা রাখায় জেলার তিনজন কৃষককে পুরস্কৃত করা হয়। উপপরিচালকের চত্বরে তিনটি স্টলে ইঁদুর দ্বারা আক্রান্ত ব্যবহৃত সাংসারিক জিনিসপত্র, আসবাবপত্র ও নষ্ট পোশাক প্রদর্শণ করা হয় প্রধান অতিথি তা পরিদর্শন করেন। এছাড়া ফসলের ক্ষেত থেকে ধরে নিয়ে আসা ইঁদুর মেরে দমন অভিযানের উদ্বোধন করা হয়।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন- এ সময় মাঠে ফসলের পরিমান কম থাকায় তারা খাবারের সন্ধ্যানে বসতবাড়িতে আসবে। এতে সহজেই ইঁদুর দমন করা সম্ভব। দেশে বছরে প্রায় ৫০০ কোটি টাকার ফসলের ক্ষতি করে। সে পরিমাণ খাদ্যশস্য দিয়ে ৫৫ লাখ মানুষের ১ বছরের খাবার যোগান দেয়া সম্ভব। কৃষিতে সমৃদ্ধ জেলা নওগাঁ। ইঁদুর যেন ফসলের ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ইঁদুর ফসলের ক্ষতির পাশাপাশি ক্ষতিকর জীবানু বহন করে। এটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। তাই সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ইঁদুর দমন করতে হবে।

একই অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে আলোচনা সভা হয়। তেল ফসল উৎপাদন করায় ৫জন কৃষককে পুরস্কৃত করা হয়।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
৩৯ জন দেখেছেন

নওগাঁয় জাতীয় ইঁদুর দমন অভিযান শুরু

আপডেট : ১২:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

‘ছাত্র শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই’ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় ইঁদুর দমন অভিযান শুরু হয়েছে। বুধবার বেলা ১১ টায় এ উপলক্ষে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপ-পরিচালকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক মেহেদুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন উপজেলা থেকে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। পরে ইঁদুর দমনে বিশেষ ভূমিকা রাখায় জেলার তিনজন কৃষককে পুরস্কৃত করা হয়। উপপরিচালকের চত্বরে তিনটি স্টলে ইঁদুর দ্বারা আক্রান্ত ব্যবহৃত সাংসারিক জিনিসপত্র, আসবাবপত্র ও নষ্ট পোশাক প্রদর্শণ করা হয় প্রধান অতিথি তা পরিদর্শন করেন। এছাড়া ফসলের ক্ষেত থেকে ধরে নিয়ে আসা ইঁদুর মেরে দমন অভিযানের উদ্বোধন করা হয়।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন- এ সময় মাঠে ফসলের পরিমান কম থাকায় তারা খাবারের সন্ধ্যানে বসতবাড়িতে আসবে। এতে সহজেই ইঁদুর দমন করা সম্ভব। দেশে বছরে প্রায় ৫০০ কোটি টাকার ফসলের ক্ষতি করে। সে পরিমাণ খাদ্যশস্য দিয়ে ৫৫ লাখ মানুষের ১ বছরের খাবার যোগান দেয়া সম্ভব। কৃষিতে সমৃদ্ধ জেলা নওগাঁ। ইঁদুর যেন ফসলের ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ইঁদুর ফসলের ক্ষতির পাশাপাশি ক্ষতিকর জীবানু বহন করে। এটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। তাই সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ইঁদুর দমন করতে হবে।

একই অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে আলোচনা সভা হয়। তেল ফসল উৎপাদন করায় ৫জন কৃষককে পুরস্কৃত করা হয়।

বাখ//এস