পানিতে ডুবে আলোচিত সেফুদার বড় ভাইয়ের মৃত্যু
আলোচিত সমালোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামছুল হুদা মজুমদার (৯৮) ওরফে সামুদা নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছেন।
শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উঃ ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের মজুমদার বাড়ির শামছুল হুদা মজুমদারের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, শামছুল হুদার পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করে তিনি একাই বাড়িতে থাকতেন ২২ অক্টোবর রাতে সম্ভবত তিনি নামাজের অজু করতে পুকুরের ঘাটলায় যান।
সেই সময় তিনি পানিতে পড়ে যায়। ২৩ অক্টোবর বুধবার সকাল ১০ টায় বাড়ির মহিলারা তার মৃতদেহ পুকুরে দেখতে পায়। এলাকাবাসী ছুটে এসে তার মৃতদেহ উদ্ধার করে। সেন্টু জানান, বাদ এশা মরহুম নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। তিনি বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করে আলোচিত ও সমালোচিত হয়েছেন। বর্তমানে তিনি অষ্টিয়ার ভিয়েনায় বসবাস করছেন। তার বড় ভাই শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করতেন। সামুদার বেশ কয়েকটি উক্ত উপজেলার মানুষের কাছে পরিচিতি পায়।
বাখ//এস