ফুলবাড়ীতে সেচ্ছাসেবক নেতার উপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েল এর উপর হামলা ও মারপিটের প্রতিবাদে ও হামলাকারী আওয়ামী লীগ নেতা কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনসহ সকল হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
মঙ্গলবার সন্ধায় এ বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা। এদিকে আওয়ামী লীগ নেতা কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনকে আটক করেছে পুলিশ। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আরিফুজ্জামান মানিক রতনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্ধায় পৌর শহরের বাসস্টান্ড দলিয় কার্যলয় থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিন করে পুনঃরায় দলিয় কার্যলয়ে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর বিএনপির সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবলি সাদিকসহ কাজিহাল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দগণ।
বিএনপির নেতারা জানায় কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মানিব রতন দির্ঘদিন পলাতক থাকার পর এখন এলাকায় এসে আবারো তান্ডব সৃষ্টি করেছে। তারেই ধারাবাহিকতায় গত সোমবার রাতে উপজেলার পুখুরী মোড়ে মানিক রতনের ক্যাডার সাবেক ইউপি সদস্য বেলাল, আওয়ামী লীগ নেতা লিয়াকতসহ একদল ক্যাডার, কাজিহাল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েলের উপর হামলা করে মারপিট করে। এতে গুরুতর আহত হয়। এ কারনে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে তারা বিক্ষোভ মিছিল করে।
বাখ//এস