বাউফলে অসামাজিক কার্যাকলাপের অভিযোগে যুবলীগ নেতা আটক
পটুয়াখালীর বাউফলে অসামাজিক কার্যাকলাপের অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করে করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১০টা দিকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ওই যুবলীগ নেতার নাম মো. মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা (৪৮)। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে যুবলীগ নেতা মিজান এক হিন্দু নারী নিয়ে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ রোডে রেখা নামে এক আওয়ামী লীগ নেত্রীর বাসায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাধারন মানুষ নারীসহ যুবলীগ নেতা মিজানকে ওই বাসায় অবরুদ্ধ করে রাখে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা মিজান কে আটক করে থানায় নিয়ে যান।
তবে অসামাজিক কার্যকালাপের অভিযোগ অস্বীকার করে মিজান মোল্লা বলেন, তিনি কলেজের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন কিশোর তাকে মারধর শুরু করেন। আত্মরক্ষার জন্য তিনি ওই বাসায় গিয়ে প্রবেশ করেন। এগুলো সব জানানো নাটক বলে দাবি করেন তিনি। ওই নারীও অভিযোগ অস্বীকার করেছেন। তাকে জোর করে ওই বাসায় ঢুকানো হয়েছে বলে জানান তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে মোঃ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে বুধবার রাতে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজনৈতিক একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত নারী অসুস্থ্য হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসা সম্ভব হয়নি।
বাখ//আর