ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা কাপ্তাইয়
রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এবং কাপ্তাই নতুন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ টি দোকান হতে ১৩ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা হতে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বরূপ মুহুরী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে বড়ইছড়ি বাজারের তুষার স্টোরকে পণ্যের দাম বেশী রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ৮ শত টাকা এবং একই বাজারের পোল্ট্রি ব্যবসায়ী মোঃ আব্দুল হককে মুল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫ শত টাকা সহ সর্বমোট ১৩ শত জরিমানা আদায় করা হয়।
এ সময় কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন। কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
বাখ//এস