মাগুরার শালিখাতে সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
মাগুরার শালিখা উপজেলার খাটর রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার সকাল ১১ টায় সাবেক খাটর চৌরাস্তায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনের নেতৃত্ব দেন কাজী শামিনুল ইসলাম দোলন।তিনি বলেন সাবেক সভাপতি আ: ছাত্তার লঙ্কার ও প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এর সমন্বয়ে গত কয়েক বছর ধরে বিদ্যালয়ের আর্থিক ক্ষতিসহ নানা প্রকার ক্ষতি করে। যেমন- নিয়োগ দুর্নীতি ৫৫ লক্ষ টাকা যাহা আমাদের স্বাক্ষীসহ ভিডিও রেকর্ড ধারনকৃত। বিদ্যালয়ের বিভিন্ন প্রকার মালামাল যেমন-রড ২ লক্ষ ৪০ হাজার টাকা, ফ্যান-১৭ পিচ, বিদ্যালয়ের মূল ফটকের গেইট সহ বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি সাধন করেছে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে উক্তটাকা কতৃপক্ষের মাধ্যমে সাবেক সভাপতি আ: ছাত্তার লঙ্কার ও প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম ফেরৎ নাদিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সোনা মিয়া,ইসলাম বিশ্বাস শাহহীনুর রহমান,টুকু মোল্লা,পিয়ার আলী,কিসলুর রহমান, জাকির হোসেন, কাজী বাবুল, কালু মোল্লা, মনু মোল্লা, লাইভ সদ্দার, জিয়াউর রহমান, মন্টু মোল্লা, সেকেন্দার আলী,রাজিবুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ।
বাখ//আর